কলকাতা

কালীপুজোও হোক বিধি-নিষেধ মেনে, রাজ্য সরকারের প্রশংসা করে বলল কলকাতা হাইকোর্ট

রাজ্যজুড়ে কালীপুজো, দীপাবলি ও ছটপুজোতে বাজি নিষিদ্ধ, বাজি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি, নো এন্ট্রি মণ্ডপেও

 কলকাতাঃ দুর্গাপুজোয় আদালতের নির্দেশমতোই কাজ করেছে রাজ্য সরকার ৷ এভাবেই বৃহস্পতিবার রাজ্য় সরকারের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি দুর্গাপুজোর মতো এবার কালীপুজোও বিধি-নিষেধ মেনে করুক রাজ্য় সরকার ৷ কালীপুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো ও বড়দিনে বিধি-নিষেধ লাগু করা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনই জানিয়েছে হাইকোর্ট ৷ সংক্রমণ ঠেকাতে কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বড়দিনে বিধি-নিষেধ আরোপ করতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল ৷ বুধবার সেই মামলা গ্রহণ করে আদালত ৷ সেইমতো আজ বিচারপতি সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ সেখানেই বিচারপতি বলেন, দুর্গাপুজোর সময় রাজ্য় সরকার খুব ভালো কাজ করেছে বলেই সংক্রমণ বাড়েনি ৷ পাশাপাশি, বাজি পোড়ানো নিয়ে রাজ্য় সরকার যে আবেদন সবার কাছে রেখেছে, তা সকলের মানা উচিত ৷ কারণ, বাজি পোড়ানোর ফলে যে দূষণ হয় তাতে শ্বাসকষ্টের মতো সমস্য়া দেখা দেয় ৷ আবারও এই মামলার শুনানি শুরু হবে ৷রাজ্যজুড়ে কালীপুজোয় বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ দীপাবলি ও ছটপুজোতেও বাজি নিষিদ্ধ ৷ নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ ৷ বাজি কেনাবেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এদিকে আগেই কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রির নির্দেশ দিয়েছে আদালত ৷