সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পুলকার। দুর্ঘটনায় একাধিক পড়ুয়া জখম হয়েছে। তবে কেউই গুরুতর আহত হয়নি। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ। ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। এতে গাড়ির মধ্যে থাকা পড়ুয়ারা আহত হয়। উল্টে যাওয়া গাড়ি থেকে আহত পড়ুয়াদের স্থানীয়রাই উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। স্থানীয়রা জানাচ্ছেন, ওই রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। তাতেই রাস্তায় পড়েছিল পাথর। তাতেই ধাক্কা দিয়ে খানিকটা এগিয়ে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার পরেই পুলকারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও।