দেশ

হাওয়ালা-চক্র! অসমের গুয়াহাটিতে গ্রেফতার রেলর শীর্ষকর্তা সহ ৭, উদ্ধার নগদ ৪৭ লক্ষ টাকা

অসমের গুয়াহাটিতে গ্রেফতার রেলকর্তা সহ ৭ জন। উদ্ধার নগদ ৪৭ লক্ষ টাকা। সূত্রে খবর, ধৃত রেলকর্তা গুয়াহাটির ডিআরএম পদে কর্মরত। নিজের অফিসটিকে নাকি হাওয়ালা অপারেশনের ঘাঁটি বানিয়ে ফেলেছিলেন তিনি! অভিযোগ, স্রেফ টেন্ডার নয়, সময়মতো ঠিকাদার পাওনা মেটানো, এমনকী বিল আটকে না রাখার জন্যও মোটা অঙ্কের ঘুষ নিতেন ওই রেলকর্তা। অভিযোগ পাওয়ার পর তৎপর হন কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকরা। এক প্রোমোটারে সাহায্যে রীতিমতো ফাঁদ পেতে অভিযুক্ত ডিআরএমকে গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তিনি। ধরা পড়েছে ৬ হাওয়ালা অপারেটর সহ আরও ৭ জন।  শুধু তাই নয়, শিলিগুড়ি-নয়ডা ও রাজস্থানে অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৪৭ লক্ষ উদ্ধারও করা হয়েছে।