কলকাতা

দীর্ঘ ৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রুজিরার বাড়ি থেকে বেরাল সিবিআই

৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে রুজিরার বাড়ি থেকে বেরাল সিবিআই। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। সেই জেরা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ। সূত্রের খবর, ২ দফায় চলেছে জিজ্ঞাসাবাদ। ‘শান্তিনিকেতন’ বাড়িতে চলেছে জেরা। জানা গিয়েছে আর্থিক লেনদেন বিষয় উঠে এসেছে জেরায়।  মঙ্গলবার ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে গিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই দিনেই জেরা করা হয়েছে অভিষেক পত্নী রুজিরাকে। অন্যদিকে ত্রিপুরা থেকে অভিষেক বলেছেন, কেন্দ্রীয় এজেন্সির কাছে মাথা নোয়ানো হবে না। যা করার করে দেখাক। কিচ্ছু হবে না। তিনি হুঁশিয়ারি দেন, এভাবে ভয় দেখাতে পারবে না কেন্দ্র। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরা করেছে ইডি। সেই প্রসঙ্গে উত্তাল কেন্দ্র রাজনীতি। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিজেপিতে টানার চেষ্টায় বা বিরোধী দলকে হেনস্তা করতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর রাজনীতি চলছে। তাঁদের কটাক্ষ, মুকুল রায়ের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল সিবিআই।