এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তথ্য-প্রমাণ লোপাট এবং সিবিআইয়ের সঙ্গে তদন্তে অসহযোগিতা । এখন জেল হেফাজতে রয়েছেন এসপি সিনহা। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন । এই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই । আদালতের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আর্জি মেনে নেওয়া হয় ৷ ফলে শনিবার সাতসকালে এসপি সিনহাকে নিজাম প্যালেসে জেরা শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা ।