জেলা

চাইল্ড পর্নের চক্র! কালনায় কলেজ ছাত্রের বাড়িতে  সিবিআই তল্লাশি, বাজেয়াপ্ত ফোন-ল্যাপটপ

কালনায় এক কলেজ পড়ুয়ার বাড়িতে সিবিআই তল্লাশি। বাজেয়াপ্ত করা হল হার্ড ডিস্ক, মোবাইল ও মেমোরি কার্ড। এমনকী, প্রয়োজনে  কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল ওই পড়ুয়াকে। সিবিআই সূত্রের খবর, গোটা দেশে চাইল্ড পর্ন বাড়ছে। শুক্রবার রাত থেকেই দেশের ২১টি রাজ্যের ৫৯টি জায়গায় অভিযানে নামেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পোশাকি নাম, নেটচক্র। তালিকায় রয়েছে এ রাজ্যের কলকাতা, পূর্ব বর্ধমান-সহ একাধিক জায়গায়। এদিন সকালে বর্ধমানের কালনায় পূর্বস্থলীতে এক কলেজ পড়ুয়ার বাড়িতে যান ৪ সিবিআই আধিকারিক। যাঁর বাড়িতে তল্লাশি হল, তিনি নবদ্বীপ কলেজের পড়ুয়া। তাঁকে জেরাও করা হয়। তবে এখনও পর্যন্ত এ রাজ্য থেকে চাইল্ড পর্নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি। এদিন দীপ কুমার বিশ্বাস বলেন, “আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র । হঠাৎ করে বাড়িতে এসে সিবিআই পরিচয় দিয়ে ঘরে সার্চ করতে শুরু করে । ল্যাপটপের হার্ডডিস্ক ও মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় ।” দীপ বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস বলেন, “আমাকে জিজ্ঞাসা করে ছেলে কী করে । আমি জানাই ছেলে কলেজে পড়ে । এরপর ঘরের ভিতরে ল্যাপটপ-সহ অন্যান্য জিনিস সার্চ করে । ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় ।”