ভারতে ক্রমশ জাল বিস্তার করছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলি ৷ দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়েছে তারা ৷ এই আবহে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করল প্রশাসন ৷ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল উত্তর 24 পরগনার পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত ৷ পঞ্চায়েতের তরফে এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোট 50টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । পেট্রাপোল থানা, রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে ৷ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যৌথভাবে তারা পরিস্থিতির উপর নজর রাখবে বলে জানা গিয়েছে ৷