দেশ

রামনবমীতে দেশের ১১০টি জায়গায় সাম্প্রদায়িক অশান্তি হয়েছে, তাই হনুমান জয়ন্তীতে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

রামনবমীর মিছিল ঘিরে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের ১১০টি জায়গায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে। কাঁদানে গ্যাস থেকে গুলি ছোঁড়া-কিছু্ই বাকি থাকেনি। আগামিকাল বৃহস্পতিবার হনুমান জয়ন্তীতে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বুধবার রাজ্যগুলির প্রতি বিশেষ অ্যাডভাইজরি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। ওই অ্যাডভাইজরি বা বিশেষ পরামর্শ নির্দেশিকায় বলা হয়েছে, ‘বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে দিকে নজর দিতে হবে রাজ্য প্রশাসনকে। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন ধরনের কোনও কিছু নজরে এলে তা কঠোর হাতে দমন করতে হবে। সংবেদনশীল এলাকা থেকে মিছিল যাওয়ার ক্ষেত্রে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে।’ উল্লেখ্য রামনবমীকে ঘিরে পশ্চিমবঙ্গের রিষড়া, শিবপুর, ডালখোলা, বিহারের নালন্দা, সাসারাম সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে। হনুমান জয়ন্তীতে ফের দাঙ্গাবাজরা সক্রিয় হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এদিনই হনুমান জয়ন্তী শান্তিতে পালন করার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।