দেশ

মোদি এবং গুজরাত হিংসা নিয়ে তথ্যচিত্র প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বিজেপি, ভারতে ‘ব্লক’ করা হল বিবিসি-র যাবতীয় টুইট ও ভিডিও লিঙ্ক

নরেন্দ্র মোদি এবং গুজরাত হিংসা নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক অব্যাহত। নরেন্দ্র মোদিকেই দলের আগামীর মুখ হিসেবে নির্বাচিত করার দুদিনের মধ্যে এই তথ্যচিত্র প্রকাশ্যে আসায় প্রবল অস্বস্তিতে বিজেপি। এবার এই তথ্যচিত্র নিয়ে কড়া পদক্ষেপ। বিবিসি-র তথ্যচিত্র সম্পর্কিত ভিডিওগুলি ব্লক করার জন্য ইউটিউব-কে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। একইভাবে এই তথ্যচিত্র নিয়ে করা ৫০টির বেশি টুইটও ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের ট্যুইটও। তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার করায় তাঁর ট্যুইট ব্লক করা হয়েছে বলে সূত্রের খবর। ডেরেক ও ব্রায়েন জানান, যাঁদের ট্যুইট ব্লক করা হয়েছে, তাঁদের কাছে ট্যুইটারের পক্ষ থেকে মেল পাঠানো হয়েছে। মেলে বলা হয়েছে, ভারত সরকারের থেকে অনুরোধ আসার পরেই উল্লেখিত কনটেন্ট ভারতে ব্লক করা হয়েছে। তবে, ভারতের বাইরে যে কোনও দেশে এই কনটেন্ট দেখা যাবে বলে জানিয়েছে টুইটার।