কলকাতা

নওশাদ সহ ১৯ আইএসএফ নেতা-কর্মীকে ব্যাঙ্কশাল আদালতে পেশ

ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে নওশাদ সহ ধৃত ১৯ আইএসএফ কর্মীকে। গতকালের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আদালত চত্ত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। জায়গায় জায়গায় বসানো হয়েছে গার্ডরেল। এসিপি’র নেতৃত্বে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, এই ১৯ জনকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। অন্যদিকে কলকাতা থেকে ভাঙড় ফেরার পথে ৪৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছিল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আটক একশোরও বেশি। এদিকে ভাঙড়ের গাজিপুর থেকে উদ্ধার হয়েছে ব্যাগভর্তি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। যার জেরে গ্রেফতার হয়েছেন ৩ আইএসএফ কর্মী। সব মিলিয়ে গত দু’দিনে মোট ৬৫ জন আইএসএফ নেতা- কর্মীকে গ্রেফতার করে বিভিন্ন থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে অশান্তি করার চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের ওপরে আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট করা, খুনের চেষ্টা এবং ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অব পাবলিক অ্যাক্টের ৮ ও ৯ নম্বর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে ধৃতদের পেশের দিনে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। ভাঙড়েও তৎপর পুলিশ। পুলিশের আশ্বাস, সাধারণ মানুষের কোনও ক্ষতি হবে না।