কলকাতা

আগামী রবিবার মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে নিয়ন্ত্রিত থাকবে চক্ররেল পরিষেবা

আগামী রবিবার মকর সংক্রান্তির পুণ্য স্নান। গঙ্গা সংলগ্ন ঘাটগুলিতে ওই দিন উপচে পড়বে জনতার ঢল। বেশ কিছু ঘাটের পাশ দিয়ে চলে গিয়েছে চক্র রেলের লাইন। তাই মকর সংক্রান্তির দিন দুর্ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের সুরক্ষায় নিয়ন্ত্রিত হবে চক্ররেল পরিষেবা। সবমিলিয়ে ওই দিন ১৩ জোড়া ট্রেন পরিষেবা ব্যাহত হবে। যার মধ্যে শিয়ালদহ-বিবাদী বাগ (ভায়া মাঝেরহাট) এক জোড়া ট্রেন আগামী রবিবার পুরোপুরি বন্ধ থাকবে। চার জোড়া চক্ররেলের যাত্রাপথ কাটছাঁট করা হবে। ট্রেনগুলি টালা স্টেশনে যাত্রা শুরু এবং বিরতি করবে। দুই জোড়া ট্রেনের যাত্রাপথ বদলে শিয়ালদহ (নর্থ) যাত্রা শুরু ও বিরতি করবে। দু’টি ট্রেনকে কাঁকুড়গাছি-বালিগঞ্জ দিয়ে ঘুরিয়ে মাঝেরহাটের দিকে যাত্রা করানো হবে। ফিরতি পথে উল্টোদিকের দু’টি ট্রেনকে মাঝেরহাট থেকে বালিগঞ্জ-দমদম জংশন হয়ে গন্তব্যে দিকে যাত্রা করানো হবে। আরও দুই জোড়া অর্থাৎ চারটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হবে। প্রথম জোড়া চক্ররেলকে বালিগঞ্জেই যাত্রা শুরু ও বিরতি করা হবে। দু’টি ট্রেনকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে চালানো হবে। সবমিলিয়ে রেলের তরফে আগামী পরশু রবিবার চক্ররেল যাত্রীদের আগাম সূচি জেনে ট্রেন যাত্রার পরামার্শ দেওয়া হয়েছে।