দেশ

গত ১২ দিনে ৫ সেন্টিমিটার মাটির নীচের ধসে গেছে যোশিমঠ, ইসরোর রিপোর্টে উঠে এল তথ্য

গত ১২ দিনে মাটির নীচের দিকে আরও প্রায় সাড়ে ৫ সেন্টিমিটার ধসে গিয়েছে উত্তরাখণ্ডের যোশিমঠ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি)-এর রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। রিপোর্টে প্রকাশ, গত বছরের এপ্রিল থেকে নভেম্বর এই সাত মাসে যোশিমঠের জমি ধসেছে প্রায় ৯ সেন্টিমিটার। অথচ গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি এই ১২ দিনে ওই শহরের ভূমিধসের হার হঠাৎ করে বেড়ে গিয়েছে। যা ৫.৪ সেমি। যে কারণে গাড়োয়াল হিমালয়ের এই জনপদে বিপর্যয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধসের কারণে ধীরে ধীরে মাটি আরও বসে যাবে বলেও আশঙ্কা করেছেন ইসরোর বিজ্ঞানীরা। এই তথ্য প্রকাশ্যে আসতেই যোশিমঠ খালি করতে আরও তৎপর হয়েছে উত্তরাখণ্ড সরকার। যোশিমঠের পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছিলেন বিশেষজ্ঞরা। তাঁরা পরামর্শ দিয়েছিলেন, শহরের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলা দরকার অবিলম্বে। ইতিমধ্যেই ২টি হোটেল ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র যোশিমঠ নয়, আশেপাশের এলাকাগুলিতেও মাটি বসে যাচ্ছে। ৯০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ, আউলিতেও একাধিক বাড়িতে ফাটল ধরেছে।