জেলা

শর্ট সার্কিটের জেরে কল্যাণীর ‘টুইন টাওয়ার’ মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা

পুজোয় বিপত্তি। একেই আকর্ষণীয় মণ্ডপ দেখতে উপচে পড়া ভিড়, তার মাঝে তুমুল বৃষ্টি, মণ্ডপে  শর্ট সার্কিটের জেরে বিপত্তি। জোড়া ধাক্কা সামলাতে না পেরে কল্যাণীর ‘টুইন টাওয়ার’ মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দিলেন পুজো উদ্যোক্তারা। যার জেরে বিশৃঙ্খলা ছড়িয়েছে এলাকায়। পুলিশ খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে খবর। বড়সড় বিপদ এড়াতেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের আদলে কল্যাণীর ঘোষপাড়ার আইটিআই কলেজ মাঠে দুর্গাপুজোর আয়োজন করেছিল সেখানকার একটি ক্লাব ও স্থানীয় ব্যবসায়ী সমিতি। মণ্ডপ তৈরিরর সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ায় এই মণ্ডপটি দেখতে আগ্রহ দানা বেঁধেছিল মানুষজনের মধ্যে। পুজো শুরু হতে না হতেই টুইট টাওয়ারে ভিড় জমান তাঁরা। বহু দূর থেকেও দর্শনার্থীরা কল্যাণী গিয়েছিলেন বলে  জানা যায়। এদিন বিকেল থেকে কল্যাণীতে টানা বৃষ্টি ও বজ্রপাত চলছিল। সন্ধের পর শর্ট সার্কিট থেকে বিদ্যুৎবিভ্রাট হয়। ফলে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে। নিরাপত্তার কথা ভেবে মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা।  গতকাল পঞ্চমীর সন্ধেবেলা মণ্ডপের বাইরে দর্শনার্থীদের লাইনে বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শনার্থীদের মধ্যে হাতাহাতি লেগে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্বেচ্ছাসেবকরাও সামলাতে পারছিলেন না।