দেশ

৫০০ মিটারের মধ্যে বন্ধ হচ্ছে ব্যবসা, তাজমহল রক্ষায় কার্যকর হচ্ছে নয়া সুপ্রিমকোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট সম্প্রতি আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষকে তাজমহলের ৫০০ মিটারের মধ্যে সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের প্রেক্ষিতে এডিএ পুরো বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে ৷ শনিবার এডিএ ভাইস প্রেসিডেন্ট চর্চিত গৌর ১৭ অক্টোবরের মধ্যে তাজমহলের ৫০০ মিটারের মধ্যে হোটেল, এম্পোরিয়াম, দোকান সহ-বাণিজ্যিক কার্যক্রম তুলে দিতে বলা হয়েছে ৷ এডিএ-কে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সাহায্য করবে ৷ এর জন্য পুলিশের অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে ৷ তবে, তাজমহলের ৫০০ মিটারের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ায় জীবন-জীবিকা সংকটের মুখে পড়েছে প্রায় ৩০ হাজার পরিবারের ৷ তবে, সেখানকার ব্যবসায়ী এবং হকারদের এই সমস্যার সমাধান করতে তাজগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন তৈরি করা হয়েছে ৷ এই তাজগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি করা হয়েছে নিতিন সিং নামে একজনকে ৷ ফাউন্ডেশনের তরফে সমাধান সূত্র বের করতে লাগাতার বৈঠক করা হচ্ছে ৷