দেশ

ভারতীয় বায়ুসেনার বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এল ১২ টি চিতা

দক্ষিণ আফ্রিকা থেকে চিতার দ্বিতীয় ব্যাচ আসছে ভারতে, পূর্ব পরিকল্পনা মাফিক আরও ১২ টি চিতা আসবে কুনোতে।আজ ১৮ ফেব্রুয়ারি আসছে সেই নতুন অতিথিরা। শেওপুর জেলার কুনো অভয়ারণ্যে চিতাদের পরিবার আরও বড় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর প্রথম একদল চিতা আনা হয়েছিল ভারতে। এবার দক্ষিণ আফ্রিকা থেকে চিতার দ্বিতীয় ব্যাচ আসছে। এর ফলে এখানে চিতার সংখ্যা ৮ থেকে বেড়ে ২০ হয়ে যাবে। চিতাদের নিয়ে ভারতীয় বায়ুসেনার (IAF) C-17 গ্লোবমাস্টার বিমান দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা বহন করে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবতরণ করেছে।তারপরেই তারা পৌছে যাবে নির্দিষ্ট গন্তব্যে।