কলকাতা পুজো

নবান্ন থেকে ভারচুয়ালি ১১০ টি দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ করোনার জেরে ভারচুয়ালি পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো বুধবার উদ্বোধন করেছিলেন রাজ্যের ৬৯টি পুজোর। আজ আরও ১১০টি পুজোর উদ্বোধন করে সকলকে মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনামুক্ত বাংলার জন্য দেবীদুর্গার কাছে প্রার্থনা করলেন তিনি।পুজো উপলক্ষে সেজে উঠেছে নবান্নের সভাঘর। শিউলি ফুল, প্রদীপ থেকে ঢাকি, পুজোর সমস্ত সামগ্রীই রয়েছে সেখানে। এসবের মাঝে দাঁড়িয়েই বৃহস্পতিবার ভারচুয়ালি পশ্চিম বর্ধমান, পূ্র্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনার পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শঙ্খ, কাঁসর বাজিয়ে দেবীকে আহ্বান জানান তিনি। নবান্নের সভাঘরে দাঁড়িয়ে বারবার মুখ্যমন্ত্রী বলেন, ভারচুয়ালি পুজোর সূচনা করলেও মনে মনে তিনি পৌঁছে গিয়েছেন সকলের মাঝে। সকলকে পুজোর শুভেচ্ছা জানান। অনু্ষ্ঠানের শেষপ্রান্তে চণ্ডীপাঠও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই তিনি দেবীদুর্গার কাছে অশান্তি, দাঙ্গা, করোনা মুক্ত বাংলার জন্য প্রার্থনা করেন। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, ”বাংলায় পুজো বন্ধ করিনি। কারণ মা দুর্গার পুজো বন্ধ করা ঠিক নয়। অনেক রাজ্য পুজো বন্ধ করে দিয়েছে। অনুমতি দেয়নি। মায়ের অনেক বড় সংসার। তাই আমরা সব প্রোটোকল মেনেই পুজো করার  অনুমতি দিয়েছি।” দেবীর কাছে প্রার্থনাও করেছেন মমতা। বলেন,”মাগো কুৎসা থেকে মুক্তি দাও। মাগো অপপ্রচার থেকে মুক্তি দাও। মাগো বেকারত্ব থেকে মুক্তি দাও। মাগো দাঙ্গা থেকে মুক্তি দাও।”মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,”১৭ তারিখ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আমরা ছিলাম আছি থাকবো। মানুষের পাশে আছি থাকব।” রাজনৈতিক মহলের মতে, এই প্রার্থনার মধ্য দিয়ে তিনি নাম না করে কার্যত বিজেপিকেই খোঁচা দিয়েছেন। পাশাপাশি পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যও এদিন দেবীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। প্রশংসা করেন বিভিন্ন পুজো কমিটির।