জেলা

আলিপুরদুয়ারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

আলিপুরদুয়ারঃ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা কলেজ পাড়া এলাকায়। মৃতের নাম অমল বিশ্বাস (৩৫)। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে নদীর ধারে একটি গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক একটি পোলট্রি ফার্মে কাজ করত৷ বছর পাঁচেক আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন৷ এর আগেও হাতের শিরা কেটে তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।