কলকাতা

বউবাজার মেট্রো বিপর্যয়ে গৃহহীনদের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বউবাজার মেট্রো বিপর্যয় পরিস্থিতি নিয়ে শনিবার নবান্নের শীর্ষ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ মেট্রো আধিকারিকরাও।বৈঠকে বউবাজার মেট্রো পরিস্থিতি সমস্যা সমাধানের জন্য কয়েক দফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা এলাকা পরিদর্শনে যান কলকাতা পৌরসভার মেয়র-সহ মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। নবান্নের তরফে জানানো হয়,, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিকল্প ববন্দোবস্ত করে দিতে হবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ক্যাম্প তৈরি করতে হবে কেআরসিএল-এর সঙ্গে যৌথভাবে। যেখানে কলকাতা পৌরসভা, কলকাতা পুলিশ, কাউন্সিলর, বিধায়ক, এমপি-রা থাকবেন। পাশাপশি ১২টি বিল্ডিং-এর ২৮টি পরিবারের ১৮০ জন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ২৮টি পরিবারকে আপাতত হোটেলে থাকতে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনতে হবে অথবা বিকল্প আশ্রয়স্থল করতে হবে। এ ছাড়াও যদি আরও ফাটল দেখা যায় এবং আরও পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, একই পদ্ধতি অনুসরণ করতে হবে।