সীমান্তে রক্ত ঝরেছে ভারতীয় জওয়ানদের। শহিদ হয়েছেন ২০ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা জওয়ান। কিন্তু এসব উপেক্ষা করেই ভারতের পাশে এসে দাঁড়াল চিনের তত্ত্বাবধানে থাকা এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। করোনা পরবর্তী অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে ভারতের জন্য ৭৫০ মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করল এই আন্তর্জাতিক সংস্থাটি। এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক মূলত একটি আন্তর্জাতিক সংস্থা। AIIB-র তরফে ঘোষণা করা হয়েছে, করোনা সংক্রমণের জেরে ভেঙে পড়া ভারতের অর্থনীতিকে জাগিয়ে তুলতেই এই ঋণ দেওয়া হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে তারা ভারতীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চায়। এই প্রথম নয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতকে এর আগেও ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল এই ব্যাংকটি।