জেলা

আসানসোলের ব্যবসায়ী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি-র বিশেষ প্রতিনিধিদল

আসানসোলের ব্যবসায়ী অরবিন্দ ভগতকে খুনের ঘটনায় তদন্তের কাজ শুরু করে দিল সিআইডি ৷ শনিবার সকালে আসানসোল পৌঁছয় সিআইডির একটি বিশেষ প্রতিনিধিদল ৷ শনিবার বেলা পর্যন্ত পুলিশ কিনারা করা তো দুরের কথা, কাউকে গ্রেফতারও করতে পারেনি। যদিও এই ঘটনায় আসানসোলের বিভিন্ন জায়গার পাশাপাশি সীমান্ত এলাকাতেও রাতভর নাকা তল্লাশি চলেছে বলে  পুলিশের দাবি।  শনিবার ঘটনাস্থলে যায় সিআইডির এক প্রতিনিধিদল। ওই দলে ছয় জন সদস্য রয়েছে। স্থানীয় পুলিশের পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত শুরু করেছে। সিআইডি আধিকারিকরা হোটেলের কর্মচারী, মালিকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। নিহত হোটেল মালিক অরবিন্দ ভগতের কতেকজন বন্ধুর সঙ্গেও সিআইডি আধিকারিকরা কথা বলেন। এদিনও এলাকা ছিল যথেষ্ট থমথমে। বেশ কিছু দোকানপাটও বন্ধ থাকতে দেখা যায়। আতঙ্কে রয়েছেন এলাকায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।