জেলা

দুর্গাপুর সিটি সেন্টারের রেস্তরাঁয় অগ্নিকাণ্ড

শনিবার দুপুর বেলা সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি রেস্তরাঁর রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লেগে হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা । কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা । এই রেস্তরাঁ যে বহুতলে সেখানে একাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে । এই রেস্তরাঁর পাশেই একটি বাইকের শোরুম ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন । দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । তবে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকলেও এই বহুতল কমপ্লেক্সের অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকার কারণে এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে এসেছে আগুন । ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক । দুর্গাপুর সিটি সেন্টারে এই বহুতলে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তিন তারা হোটেল, একাধিক রেস্তরাঁ, মদের দোকান থেকে বিভিন্ন বেসরকারি ব্যাংক, বাইকের শোরুম-সহ বেশ কয়েকটি এটিএম কাউন্টার রয়েছে । ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকেও মোতায়েন থাকতে দেখা গিয়েছে । এই বহুতল ব্যবসায়ীক প্রতিষ্ঠান কর্ণধার কবি দত্ত ঘটনাটি সম্পর্কে জানান, রেস্তরাঁর কিচেনে থাকা একজস্ট ফ্যান থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে । ওইখানে একটি শব্দ শোনা যায় । শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। এরপরে আগুন যতটা না-মারাত্মক আকার ধারণ করে, তার থেকে বেশি কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আসলে রান্নাঘরের জমা কার্বন থেকেই এই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে তিনি জানান ৷