কলকাতা

মনোনয়ন জমার আগে বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ

ফের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর গাড়ি ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। রোড শো করে আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন দাখিল করতে যান বাবুল। কিন্তু জেলাশাসকের অফিসে ঢোকার আগে বাবুলের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত কয়েক দিনই ভবানীপুরে একাধিক জায়গায় বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ‘গো ব্যাক’ স্লোগান যুব তৃণমূলের। শেষে দেহরক্ষীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।