দেশ

বানালেন সিঙাড়া, সাজলেন পান, ত্রিপুরায় জনসংযোগেও চমক তৃণমূল সুপ্রিমোর

নির্বাচনী প্রচারে ত্রিপুরার আগরতলা গিয়ে জনসংযোগে তাক লাগালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় একটি দোকানে গিয়ে বানালেন সিঙাড়া। এমন কী পানও সাজলেন তিনি। তারপরে চুমুক দিলেন চায়ে। এদিন তাঁর সঙ্গে এই জনসংযোগে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।  চেনা ভঙ্গিতেই সোমবার তিনি ধরা দিলেন ত্রিপুরায়। একটি স্থানীয় দোকানে গিয়ে তিনিই তদারকি করে টিফিন প্যাকেট করিয়ে দেন দলের নেতানেত্রী ও কর্মীদের জন্য। সকলের উদ্দেশ্যে ‘দিদি’ সুলভ ভঙ্গিতে বলেন, ‘এই যার যার খিদে পেয়েছে খেয়ে নাও’। দলের নেতৃত্বকে নির্দেশ দেন, স্থানীয়দের মধ্যে সেই টিফিন বিলি করার জন্য। আড্ডা জমান বিক্রেতাদের সঙ্গে।  তারপরে সিঙাড়ার জন্য বেলে নেন লেচি। ছুরি দিয়ে মাপ করে কাটেনও সেই লেচি। তারপরেই পাশের একটি দোকানে গিয়ে  তিনি সাজেন পান। খয়ের, চুন, সুপুরি দিয়ে সেই পান সাজার পরেই এগিয়ে দেন দোকানে হওয়া ভিড়ের উদ্দেশ্যে। আর তারপরেই অভিষেকের সঙ্গে চা চুমুকে মাতেন তিনি। আর চায়ে চুমুক দিয়েই হেসে বলেন, সারাদিন কিছু খাওয়া হয়নি। খোঁজ নিলেন কে খেয়েছেন বা খাননি, তারও।