বিদেশ

ফের ভূমিকম্প, টানা ৩বার কেঁপে উঠল তুরস্ক, মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ৩০০

তুরস্ক ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৩০০। এর মধ্যেই মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানের তৃতীয়বার কেঁপে উঠল তুরস্ক। কম্পনের মাত্রা ছয় রিখটার স্কেল। কম্পনের পর অনুভূত হয় শক্তিশালী আফটারশক। সাম্প্রতিক অতীতে কোনও দেশে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এভাবে কেঁপে উঠেছে বলে মনে করতে পারছে না পরিবেশবিদেরা। কম্পন বিধস্ত এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারের পাশাপাশি দেহ উদ্ধারের কাজ চলছিল। সেই সময় আরও একবার কম্পন অনুভূত হয়। ফের বিকেলে। আর প্রতিটি কম্পনের গড় তীব্রতা  পাঁচের ওপরে। তুরস্কের পরিস্থিতিতে কার্যত স্তব্ধ গোটা বিশ্ব। রাষ্ট্রনেতারা শোক প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। তুরস্ককে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকা-সহ অন্যান্য দেশ। ভারত থেকে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি ইউনিট। সঙ্গে গিয়েছে স্নিফার ডগ। পাঠানো হয়েছে চিকিৎসদের একটি দল। পাঠানো হয়েছে ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী।