জেলা

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপি নেতা দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি জানালেন মুখ্যমন্ত্রী

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃতের বাড়ি থেকে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল পাওয়ার প্রসঙ্গ তুলে এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে গ্রেফতারির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম না করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন এক্ষেত্রে বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে না? বুধবার ঝাড়গ্রাম থেকে কলকাতা রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু ওই বিজেপি নেতার দলিল কেন এমন একজন প্রতারকের ঘরে পাওয়া গেল? আর এরকম ঘটনার ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?” উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশির সময় দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিলের সন্ধান পাওয়া গিয়েছিল। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে তারপর থেকেই। এছাড়াও তদন্তকারী সংস্থার সূত্রে খবর, শৌভিক মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনায় একটি জমি কিনেছিলেন দিলীপ ঘোষ। সেই জমির দলিলও পাওয়া গিয়েছিল প্রসন্ন রায়ের  বাড়িতে। অবশ্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি নিজেও বাড়ি কেনার বিষয়টি অস্বীকার করেননি। আর ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মেদিনীপুরের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল। বুধবার মুখ্যমন্ত্রী মুখেও একই দাবি।