কলকাতা

‘মণিপুরে কাশ্মীরের মতো আগুন লাগিয়েছে’, মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মণিপুরে এখনও হিংসার ঘটনা অব্যাহত। বাড়িতে অগ্নি সংযোগ-সহ খুনের ঘটনা ঘটছে জাতিদাঙ্গার ফলে। এক মাসের বেশি সময় ধরে চলা এই হিংসার ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এবার এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মণিপুরে কাশ্মীরের মতো আগুন লাগানো হয়েছে বলে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাটনায় যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘মণিপুরকে নিয়ে কাশ্মীরের মতো যে আগুন জ্বালানো হয়েছে তা ঠিক হয়নি। আগে সেখানে শান্তি ফেরানো দরকার, তারপর আমাদের সঙ্গে লড়াই করা দরকার।’ উল্লেখ্য আগামী ২৪ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে মণিপুরের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যাবেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে তৃণমূলের তরফে পাঠানো হবে ডেরেক ও ব্রায়েনকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য।’