রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফিরহাদ হাকিমের কাছ থেকে হিডকো’র দায়িত্ব নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও আগে তাঁর সিদ্ধান্ত জানতে চাওয়া হয় ৷ তারপরই হিডকো নিজের হাতে নেন মমতা। এই ঘটনায় তৈরি হয় প্রবল বিতর্ক। শেষমেশ, এনিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। জল্পনায় ইতি টেনে শুক্রবার তাঁর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটাই দেবেন সেটাই মাথা পেতে নেব।” আচমকা এমন সিদ্ধান্ত রাজনৈতিক মহলের একাংশকে অবশ্যই অবাক করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ফিরহাদ হাকিম । তাঁর হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিডকো নিজের হতে নেওয়াতে নানা বিতর্ক হয়। তবে বাকি সব দায়িত্ব যেমন ছিল তেমনই রয়েছে। নানা মহলে, নানা কথার জল্পনায় ইতি টেনে এদিন এই প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ। ফিরহাদ হাকিম শুক্রবার এনিয়ে বলেন, “এটাতে গুঞ্জনের কিছু নেই তো। এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। উনি সেই দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এতে গুঞ্জনের কী আছে। এটা ক্যাবিনেট হয়ে এসেছে।”