কলকাতা

‘২০ মে দীর্ঘজীবী হোক’, অভিষেকের সিবিআই হাজিরার দিন তাৎপর্যপূর্ণ টুইট তৃণমূল সুপ্রিমোর

২০১১ সালের ১৩ মে বাংলার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে তৃণমূল। ২০ মে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে কেটে গিয়েছে প্রায় এক যুগ। শনিবার, মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তির দিন তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মমতা। টুইটে সিপিএমকে নিশানা করার পাশপাশি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্যযোগ্যভাবে আজই, সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের টুইটে মমতা লেখেন, ‘২০১১ সালের এই বিশেষ দিনে ৩৪ বছর দানবিক শাসনকে বদলে দিয়ে মা মাটি মানুষের সরকার গঠনের জন্য আমরা শপথ নিয়েছিলাম। জনগণের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এবং সম্পূর্ণভাবে নিজেদের উৎসর্গ করেছি। কেন্দ্রের স্বৈরাচারী সরকারের এজেন্সি রাজ আমাদের কাজ অনেকটাই কঠিন করেছে। কিন্তু দেশের লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।’