কলকাতা

আজ থেকে রাজ্যের সমস্ত বাণিজ্যিক চার-চাকার গাড়িতে চালু হচ্ছে ‘ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ ব্যবস্থা

রাজ্যের সমস্ত বাণিজ্যিক চারচাকার গাড়িতে আজ থেকেই ‘ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ (VLTD) ব্যবস্থা চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এর উদ্বোধন করবেন। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত বাণিজ্যিক গাড়িতেই এই ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। এই নতুন প্রযুক্তি সহায়ক ব্যবস্থাকে স্বাগত জানালেও উপযুক্ত পরিকাঠামো না-থাকায় এবিষয়ে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সমস্যায় পড়েছে৷ যাত্রী সুরক্ষায় জোর দিতে রাজ্যের ১ লক্ষ ৬০ হাজার বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস বসাতে হবে। দেশের বিভিন্ন জায়গায় ভিএলটিডি নির্মাণকারী সংস্থার সঙ্গে পরিবহণ দফতরের ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। কিন্তু আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস লাগানো যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বেসরকারি বাস মালিক ও ক্যাব সংগঠনগুলির। জিপিএস প্রযুক্তির এই ট্রাকিং ডিভাইস থেকে নির্দিষ্টভাবে যে কোনও বাণিজ্যিক গাড়ির নির্দিষ্ট লোকেশন জানতে পারবে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম থেকেই এই ডিভাইসের মাধ্যমে দুর্ঘটনায় পড়লে গাড়িটিকে প্রয়োজনীয় সাহায্য করতে সংশ্লিষ্ট থানা থেকে সহায়তা মিলবে। এছাড়া বাণিজ্যিক গাড়িগুলিতে থাকছে প্যানিক বাটন। এর মাধ্যমে যাত্রীরা সরাসরি পরিবহণ দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে আলিপুরে নবনির্মিত মাল্টি কার পার্কিং ভবন সম্পন্নর উদ্বোধন করবেন। সম্ভবত সেই অনুষ্ঠানেই এই ব্যবস্থাও চালু হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।