রাজ্যে ৬ আসনে বিধানসভা ভোটে সবুজ-ঝড়। যেদিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল, সেদিনই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক মিটল সফল ভাবে। কলেবরে বাড়ল জাতীয় কর্মসমিতি। ২২ থেকে সদস্য বেড়ে হল ২৭। উপনির্বাচনে রাজ্যের ছয় আসনে ঝড় তুলে এবার রণকৌশল বাঁধলেন মমতা। সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনা হল। এদিন দলের শৃঙ্খলারক্ষায় জোর দেওয়া হয়। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ‘পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয়, তার উত্তর দিতে হবে। পরপর তিনটি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে’। অন্যদিকে অনুব্রত মন্ডলের কথায়, “আভ্যন্তরীণ ব্যাপার বৈঠক ভালই হয়েছে।” সোমবার বিকেল চারটে থেকে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে যোগ দিতেই বীরভূম থেকে এসেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর মমতা বললেন, “এই জয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের সকলকে একসাথে চলতে হবে। মানুষকে বোঝাতে হবে পাশে আছি আমরাই।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ ত্রিপাঠি, অসীমা পাত্র, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, সুব্রত বক্সী, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, বীরবাহা হাঁসদা, বুলুচিক বরাইক, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, সুস্মিতা দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, গৌতম দেব।
তৃণমূলের জাতীয় কর্মসমিতিঃ বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুইঁয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
জাভেদ খান।
ত্রিস্তরী শৃঙ্খলারক্ষা কমিটি
সংসদে শৃঙ্খলারক্ষা কমিটিঃ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলী ঘোষদস্তিদার, নাদিমূল হক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটিঃ শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার ।
দলের শৃঙ্খলারক্ষা কমিটিঃ সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম।
(মুখপাত্র) দিল্লিঃ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ।
কলকাতাঃ
অর্থনীতি- অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য
শিল্প- শশী পাঁজা, পার্থ ভৌমিক
উত্তরবঙ্গ- গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বড়াইক
ঝাড়গ্রাম- বীরবাহা হাঁসদা
চা-বাগান-মলয় ঘটক