ফের সেরার সেরা বাংলা। এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নন্দিত হল জাতীয় স্তরে। ‘স্কচ অ্যাওয়ার্ড’ জিতল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প। প্রাপ্তির নিরিখে সবচেয়ে উজ্জ্বল ‘প্ল্যাটিনাম’ বিভাগে মনোনীত হয়ে পুরস্কৃত হয়েছে প্রকল্পটি। যা নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট মহিলা-শিশু কল্যাণ এবং সামাজিক সুরক্ষা দপ্তর।