আগামীকাল রাজভবনে পদ্ম শিবিরের তথাকথিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে আপত্তি জানিয়ে সোমবার রাতেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, ২০ জুন যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে এমন কোনও ঐতিহাসিক তথ্য এবং প্রমাণ নেই। বঙ্গে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পরেই রাজভবনে জনগণের পয়সার আদ্যশ্রাদ্ধ করে বিজেপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে পরিচিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন শুরু করেছিলেন পদ্ম শিবিরের ঘনিষ্ঠ জগদীপ ধনকড়। মূলত বিজেপি নেতা আর কট্টর হিন্দুত্ববাদী স্বঘোষিত বুদ্ধিজীবীদের নিয়েই অনুষ্ঠানের আয়োজন করতেন। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসও পূর্বসূরি ধনকরের জুতোয় পা গলিয়ে মঙ্গলবার রাজভবনে পদ্ম শিবিরের রাজনৈতিক কর্মসূচি হিসেবে পরিচিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নেন। ওই কথা জানতে পেরেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে রাজ্যপালকে ফোন করে নিজের আপত্তির কথা জানান। আর ওই ফোনের খানিকবাদেই চিঠি পাঠিয়ে লিখিত আপত্তি জানান। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমরা ছোট থেকে বামলায় বেড়ে উঠেছি। অতীতে কখনই পশ্চিমবঙ্গ দিবসের কথা শুনিনি। হতে পারে এটি কোনও রাজনৈতিক দলের কর্মসূচি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এমন কর্মসূচি পালন করছে। কিন্তু বাংলার মানুষ কিংবা রাজ্য সরকারের এমন কোনও কর্মসূচি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি রাজ্য সরকারকে এড়িয়ে আপনাকে ওই দিবস পালনের নির্দেশ দিয়ে থাকে তাহলে আমাদের তীব্র আপত্তি রয়েছে। আশা করব, আপনি বিতর্কিত অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকবেন।’