জেলা

পাণ্ডবেশ্বরে ভেঙে পড়ল কোল হ্যান্ডলিং কাঠামো, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শতাধিক কর্মী

আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোল হ্যান্ডলিং প্লান্ট-এর কাঠামো। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেড়শোর বেশি শ্রমিক। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ শ্রমিকদের। এই ঘটনা পাণ্ডবেশ্বরের ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টের। সোমবার বেলা ১টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কোল হ্যান্ডলিং প্লান্ট (CHP)-এর পুরো কাঠামোটি। সূত্রের খবর, প্রকল্পের কোল হ্যান্ডলিং প্লান্টে প্রতিদিন প্রায় দেড়শো স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন। দুর্ঘটনার সময়ে টিফিন টাইম থাকায় শ্রমিকরা অন্যত্র টিফিন করছিলেন। কাজের সময় দুর্ঘটনা ঘটলে অনেকের মৃত্যু হতে পারত বলে মত কর্মীদের।