জেলা

বেঙ্গল সাফারিতে ছাড়া হল ৪ রয়্যাল বেঙ্গল টাইগার শাবক 

আরও আকর্ষক হয়ে উঠল বেঙ্গল সাফারি পার্ক। সোমবার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি শিলা ও বিভানের চার নতুন শাবককে বেঙ্গল সাফারি পার্কে ছেড়ে দেওয়া হল পর্যটকদের জন্য। সোমবার শিলাসহ ওই চার রয়্যাল শাবককে নাইট শেল্টার থেকে পর্যটকদের জন্য ছাড়া হয়েছে এনক্লোজারে। এর আগে শিলা ও স্নেহাশিসের তিন সন্তান কিকা, রিকা, ইকাকে সাফারির জন্য ছাড়া হয়েছিল। এদিন ওই চার শাবকসহ শিলাকে দেখা গেল এনক্লোজারে দিব্যি ঘুরে বেড়াতে। এদিন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই চার শাবককে ছাড়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল  তথা হেড অফ ফরেস্ট ফোর্স সৌমিত্র দাশগুপ্ত, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী, উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর সহ অন্যান্যরা।