কলকাতা

ইডি দফতরে অভিষেক স্ত্রী, রুজিরা জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে হাজির ৩ আধিকারিক

হাজিরার কথা ছিল বেলা ১১টার সময়। কিন্তু তিনি এলেন বেলা সাড়ে ১২টায়। সল্টলেকের বুকে থেকে সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই ডাকেই সাড়া দিয়ে এদিন সটলেকের সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন রুজিরা।রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার জেরে এদিন সকাল থেকেই সটলেকের সিজিও কমপ্লেক্সে মুড়ে দেওয়া হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তায়। সেখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের পাশাপাশি পুলিশকর্মীদেরও মোতায়েন করা হয়। এর পাশাপাশি এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরেও রাখা হয়। সেই সঙ্গে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছেন ইডির আধিকারিক পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও। বেলা ১টা থেকে তাঁরাই রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গিয়েছে। ৩ পাতায় ৩০টি প্রশ্ন নিয়ে তাঁরা রুজিরাকে এই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করেছেন।