দুই মহিলা যাত্রীকে নামানো নিয়ে গণ্ডগোলের জেরে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানি করে তাঁর টাকার ব্যাগ ছিনতাই করার অভিযোগ উঠল এক ক্যাব চালকের বিরুদ্ধে। ১৯ বছরের তরুণীর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই অ্যাপ ক্যাব চালককে। রবীন্দ্রসরোবর থানার পুলিশ উদ্ধার করেছে ছিনতাই হওয়া টাকার ব্যাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী হরিদেবপুরের বাসিন্দা। তিনি মনোহরপুকুর রোড থেকে একটি অ্যাপ ক্যাব ভাড়া করেন হরিদেবপুরে যাওয়ার জন্য। সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবী। অভিযোগ, বচসার পরে চালক তরুণীকে গালিগালাজ করেন। আর তার প্রতিবাদ করলে সাদার্ন অ্যাভিনিউতে গাড়ি থামিয়ে দেন চালক। অভিযোগকারিণী এবং তাঁর সঙ্গী গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। অভিযোগ, চালক গাড়ি থেকে নেমে এসে পিছনের দরজা খুলে দিয়ে তরুণীকে নেমে যেতে বলেন। এ নিয়ে ফের বচসা শুরু হয়। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, আচমকা ক্যাব চালক গাড়ি জীবানুমুক্ত করার তরল তাঁর মুখে স্প্রে করে দেন । তরুণী এবং তাঁর সঙ্গী তাতে হকচকিয়ে গেলে, সেই ফাঁকে তরুণীর টাকার ব্যাগ কেড়ে নেন চালক। চালককে তাড়া করে গাড়ি থেকে নেমে আসেন তরুণী। সেই ফাঁকে গাড়িতে উঠে পালিয়ে যান চালক।