মহারাষ্ট্রের রায়গড়ে ভেঙে পড়া বহুতল থেকে উদ্ধার করা হল মহিলাকে । প্রায় ২৬ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে তিনি আটকে ছিলেন । তাঁর নাম মেহেরুন্নিসা কাজ়ি । গতকাল তাঁকে উদ্ধার করে NDRF টিম । পরে তাঁকে সরকারি হাসপাতালে পাঠানো হয় । গতকাল রাত ১০ টা ৩৩ মিনিট নাগাদ এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দেখা যায়, একজন NDRF কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ওই মহিলাকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন এবং ভয় পেতে বারণ করছেন । এরপরই তাঁকে ধীরে ধীরে সেখান থেকে বের করে আনতেও দেখা যায় ।