নয়াদিল্লিঃ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হল আজ। তবে সেটা সামনা-সামনি হয়নি। সেই বৈঠক হয়েছে ভার্চুয়ালি । লোকসভা ভোটে কীভাবে আসন বণ্টন করা হবে, কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এবং অন্যান্য বিষয় নিয়ে কী অবস্থান হবে, তা নিয়ে পর্যালোচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবেই মিলল সায়। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের চেয়ারপার্সন নির্বাচিত হলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকেই সর্বসম্মতভাবে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের চেয়ারপার্সন হিসেবে খাড়গের নামে সিলমোহর পড়ে গিয়েছে। তারইমধ্যে আহ্বায়ক হিসেবে নীতীশ কুমারকে বেছে নেওয়া হয়েছে। যদিও সূত্রের খবর, বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের আহ্বায়কের পদ প্রত্যাখ্যান করেছেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে নীতীশের দল জেডিইউয়ের নেতা সঞ্জয়কুমার ঝা জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আহ্বায়ক পদে কংগ্রেসের কোনও নেতাকে বসানো উচিত। যদিও আপাতত প্রকাশ্যে মুখ খোলেননি নীতীশ। শনিবার বিরোধী জোটের যে ভার্চুয়াল বৈঠক হয়েছে, তাতে হাজির ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিষয়টির সঙ্গে অবহিত নেতারা জানিয়েছেন, লোকসভা ভোটের আগে ভার্চুয়াল বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তৃণমূলের সুপ্রিমো এবং সমাজবাদী পার্টির প্রধানকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।