দেশ

বড়সড় রদবদলের পথে কংগ্রেস, কার্যকরী সভাপতি হতে পারেন কমলনাথ!

২০২২-এ উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাত, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলকে চাঙ্গা করতে মরিয়া কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পাশাপাশি দলকে সঠিক পথে যাতে এগিয়ে নিতে যাওয়া যায়, তারজন্য চিন্তাভাবনা শুরু করেছে কংগ্রেস শিবির। এমনকী যে রাজ্যে সামনে ভোট নেই, সেখানেও দলকে উজ্জ্বীবিত করতে মরিয়া কংগ্রেস। সেই লক্ষ্যে এবার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কমল নাথকে গুরু দায়িত্ব দিতে চলেছে দল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যকরী সভাপতি করার কথা ভাবছে কংগ্রেস। সূত্রে খবর, দলের পরবর্তী সভাপতি কে হবেন? তা বাছতে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। হঠাৎ কেন এই জল্পনা? ঘটনা হল, বৃহস্পতিবার দিল্লিতে সোনিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কমলনাথ। বৈঠকে কী আলোচনা হল, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি বিশিষ্ট এই রাজনীতিবিদ। তবে সূত্রের খবর, যেহেতু কমলনাথ গান্ধি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তাঁকে গুরুত্বপূর্ণ পদ দিতে পারেন সোনিয়া। পাশাপাশি পরবর্তী সভাপতি বেছে নিতে আগামী অগস্ট মাসে এআইসিসির বিশেষ অধিবেশন ডাকাও হতে পারে। বৃহস্পতিবার কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘কমল নাথের নিযোগে ছাড়পত্র দিতে শিগগিরই দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে।’