আগামী ১৩ সেপ্টেম্বর, বুধবার জোটের নবগঠিত সমন্বয়কারী দলের প্রথম বৈঠক হতে চলেছে। তার আগেই অবশ্য ৮ সেপ্টেম্বর ধূপগুড়িসহ উপনির্বাচনগুলির ফল প্রকাশ হয়ে যাবে। ফলে ইন্ডিয়া বনাম এনডিএ-র লিটমাস পরীক্ষার রেজাল্টও সামনে এসে যাবে। দিল্লিতে প্রবীণ এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়িতে বিকেল ৪টেয় লোকসভা ও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল, প্রচার পদ্ধতি, আসন সমঝোতা ইত্যাদি নিয়ে আলোচনায় বসবে সমন্বয়কারী কমিটি। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বইয়ে নির্বাচনী কৌশল রূপায়ণে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছিল।