গত রবিবারই কলকাতা পুরনিগমের নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রয়েছে সেই নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া। আগামিকাল সকাল ৮টা থেকে সেই গণনা শুরু হবে শহরের ১১টি গণনা কেন্দ্রে। এবারে নির্বাচন ঘোষণার পরে পরেই জানানো হয়েছিল শহরের ১৪৪টি ওয়ার্ডের ভোটগণনা করা হবে বরো ভিত্তিক। সেই মতো শহরের ১১টি ভোট গণনাকেন্দ্রে এখন
গণনার প্রস্তুতি সেরে ফেলে হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্র থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে। সেই সঙ্গে থাকছে সিসিটিভির নজরদারিও। সকাল ৭টার মধ্যেই প্রার্থী সহ গণনায় যুক্ত কর্মীদের গণনাকেন্দ্রে চলে আসার বার্তা দিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সামগ্রিক ভাবে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৩ হাজার পুলিশকর্মী।