কলকাতা

প্রথম দফায় ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল সিপিএম। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিমান বসু প্রার্থীতালিকা ঘোষণা করেন। ১৬ আসনে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। বিমান জানান, তালিকার এই ১৬ জনের ১৪ জনই নতুন মুখ। ইতিমধ্যেই লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও তৃণমূল। এদিন প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। ২০১৯-এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর বিধানসভা ভোটে বামেরা রাজ্যে একটি আসনও পায়নি। তবে পঞ্চায়েত নির্বাচনে কিছু ভোট এসেছে বামফ্রন্টের ঝুলিতে। সেকথা মাথায় রেখে এবার হারানো স্থান পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছেন সিপিএম নেতারা। ভরসা রাখা হচ্ছে যুব ও নতুনদের ওপর। সেটাই প্রতিফলিত হচ্ছে সিপিএমের প্রার্থী তালিকায়। যাদবপুরে সৃজন ভট্টাচার্য, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরে দীপ্সিতা ধরকে প্রার্থী করে সেই বার্তাই দিয়েছেন বাম নেতৃত্ব। তবে বিধানসভা ভোটে বালিতে দীপ্সিতা, সিঙ্গুরে সৃজন পরাস্ত হয়েছিলেন। দমদমে সুজন চক্রবর্তীকে প্রার্থীকে করেছে আলিমুদ্দিন। তবে বামেরা প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি এখনও জিইয়ে রেখেছেন বিমান। রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক জানিয়েছেন, মহম্মদ সেলিম এনিয়ে কথা বলছেন। যদিও তা এখনও চূড়ান্ত জায়গায় যায়নি। শনিবার ফের বামফ্রন্টের বৈঠক হবে বলে জানিয়েছেন বিমান বসু।

১) কোচবিহার-নীতীশচন্দ্র রায়

২) কৃষ্ণনগর-এস এম সাদি

৩) কলকাতা দক্ষিণ-সায়রা শাহ হালিম

৪) বালুরঘাট-জয়দেব সিদ্ধান্ত

৫) বিষ্ণুপুর-শীতল কৈবর্ত

৬) হুগলী-মনোদীপ ঘোষ

৭) বাঁকুড়া-নীলাঞ্জন দাশগুপ্ত

৮) আসানসোল-জাহানারা খান

৯) দমদম-সুজন চক্রবর্তী

১০) শ্রীরামপুর-দীপ্সিতা ধর

১১) জলপাইগুড়ি-দেবরাজ বর্মন

১২) যাদবপুর-সৃজন ভট্টাচার্য

১৩) তমলুক-সায়ন বন্দ্যোপাধ্যায়

১৪) হাওড়া-সব্যসাচী চট্টোপাধ্যায়

১৫) বর্ধমান পূর্ব-নীরব খাঁ

১৬) মেদিনীপুর-বিপ্লব ভট্ট