কলকাতা

পঞ্চমীতেই জনজোয়ার  কলকাতা থেকে জেলার সর্বত্রই

 বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে সপ্তমী থেকে নবমী পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এমনটাই। তাই আগাম সতর্ক দর্শনার্থীরা। জনতার ঢল নামল পঞ্চমীর দিনেই। ইউনেস্কোর পালক পেয়েছে কলকাতার দুর্গাপুজো । তাই মহালয়ার দিন থেকে দর্শনার্থীরা প্যাণ্ডেল- প্রতিমা দেখতে আসছিলেন। তবে নিম্নচাপের খবর পেয়েই সেই জনতা এবার পঞ্চমীতেই ঘটালেন জনস্রোত। শ্রীভূমি, সুরুচি সংঘ, একডালিয়ায়, সন্তোষ মিত্র স্কোয়ার, টালা প্রত্যয়, দমদম পার্ক দেখা গেল সন্ধ্যে থেকেই উপচে পড়েছে জনতার ঢল। রাস্তাতে ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ আধিকারিক, কর্মীরা। ভিড় সামাল দিতে দিতে হাঁফিয়ে উঠছেন স্বেচ্ছাসেবকরাও। রাজ্যের বিভিন্ন জেলাতেও চিত্রটা একই।