দেশ

আগামীকাল থেকে বাড়ছে প্ল্যাটফর্ম টিকিটের দাম

স্টেশনে অতিরিক্ত ভিড় রুখতে প্ল্যাটফর্ম টিকিটের দাম এক লাফে দ্বিগুণ বাড়ানো হয়েছে। আগামীকাল শনিবার থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। অর্থা‍ৎ শনিবার থেকে প্ল্যাটফর্ম টিকিটের জন্য গ্যাঁট থেকে ২০ টাকা খসাতে হবে সাধারণ মানুষকে।  দক্ষিণ রেলওয়ে সহ দেশের বিভিন্ন রেলওয়েতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। দেশে করোনাভাইরাসের তাণ্ডবের সময়ে একাধিক স্টেশনে প্ল্যাটফর্মের টিকিটের দাম বাড়ানো হয়েছিল। পরে অবশ্য সাধারণ মানুষের চাপের মুখে পড়ে সেই দাম কমানো হয়েছিল। কিন্তু আচমকাই দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে ফের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর পথে হাঁটা হয়েছে। চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর, তাম্বারাম, কাটপাডি, চাঙ্গালপাট্টু, আরাক্কোরাম, তিরুভাল্লুর এবং আভাদির মত রেলস্টেশনগুলি দক্ষিণ রেলওয়ের অন্তর্ভুক্ত। দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, উ‍ৎসবের মরশুমে স্টেশনগুলিতে যাতে অযথা ভিড় না হয় তার জন্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল শনিবার ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ১ ফেব্রুয়ারি থেকে ফের টিকিটের দাম কমে যাবে। দক্ষিণ রেলওয়ের সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের মতে, উ‍ৎসবের মরসুমে ভিড় নিয়ন্ত্রণের নামে মুনাফা লুটতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম কোনও বিনোদন পার্ক নয়। সাধারণ মানুষ আত্মীয় কিংবা প্রিয়জনকে ছাড়তে কিংবা আনতেই স্টেশনে যান।