দেশ

নাগাল্যান্ডে কেন্দ্র-রাজ্য সংঘাত, সেনাবাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রাজ্য পুলিশের

সেনাবাহিনীর গুলিতে ১৪ জন নিরীহ গ্রামবাসীর প্রাণহানিতে উত্তপ্ত নাগাল্যান্ড। এই ঘটনায় চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত। সেনাবাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। সূত্রের খবর, ইচ্ছাকৃতভাবে সেনারা নিরীহ গ্রামবাসীদের টার্গেট করেছে বলেই উল্লেখ রয়েছে এফআইআরে।  রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, সে সময় স্থানীয় জঙ্গি সংঠন এনএসসিএন-এর (খাপলাং) সঙ্গে জড়িত সন্দেহে নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তারপর থেকে উত্তপ্ত গোটা এলাকা। এই ঘটনায় সেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নাগাল্যান্ড পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। মেজর জেনারেল পদের আধিকারিক ঘটনার তদন্ত করবেন বলেই জানা গিয়েছে।  নাগাল্যান্ডের ঘটনায় নিহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে ১১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি।