বিদেশ

মায়ানমারের রাখাইনে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোচা

মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোচা। রবিবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়ে বহু ইলেক্ট্রিক ল্যাম্প পোস্ট, ভেঙে পড়েছে গাছ। মায়ানমারের আবহাওয়া দফতরের রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ জানানো হয়, ঘূর্ণিঝড় মোচা ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বাতাসের গতি নিয়ে সিত্তে শহরের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায নাগাদ সাইক্লোনটি সিত্তের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে, মংডুর ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং রাখাইনের কিয়াকফিউ থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থান করছিল।