বিদেশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব বিদ্যুৎহীন বাংলাদেশের বহু জেলা, মৃতের সংখ্যা বেড়ে ১৫

 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশের একের পর এক জেলা। অধিকাংশ জায়গায় বিদ্যুত্ নেই টানা ১৮ ঘণ্টা। গোপালগঞ্জ, ভোলা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুরা, নরাইলের মতো বহু জেলায় একাধিক এলাকা জলমগ্ন। এখনওপর্যন্ত দেশজুড়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। মঙ্লবার দুপুর পর্যন্ত ঢাকার বেশ কিছু অংশ, কুমিল্লা, ফেনি, নোয়াখালি, চাঁদপুরের শহুরে এলাকায় বিদ্যুতের দেখা নেই। কমপক্ষে ৮০-৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে অধিকাংশ জায়গায় বিদ্যুত্, ইন্টারনেট বিকল হয়ে গিয়েছে। বিশেষ করে উপকুলবর্তী এলকাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। বরিশালে বৃষ্টি হয়েছে ৩২৪ মিলিমিটার।  উদ্ধার ও ত্রাণ হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।