দেশ

মহারাষ্ট্রে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, উদ্ধার ৭৮

মহারাষ্ট্রের রায়গড় জেলায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৭৮ জনকে উদ্বার করা হয়েছে। সোমবার সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাড এলাকায় ভেঙে পড়ে ৫ তলা বাড়ি। ওই বহুতলে প্রায় ৩০-৩৫টি ফ্ল্যাট ছিল বলে জানা যাচ্ছে। এদিন উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফের ৩টি দল। পুনে থেকে রায়গড়ের মধ্যে এনডিআরএফ টিমের যাতায়াতের জন্য গ্রিন করিডর তৈরি করা হয়েছিল।