দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫, মৃত ৫৯ হাজার ৪৪৯, সুস্থ ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৭ হাজার ১৫১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে এপর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫। পাশাপাশি এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ১০৫৯ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জন রোগীর। অন্যদিকে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৭ হাজার ২৬৭ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৭৩ জন রোগী। আজ, বুধবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।