দেশ

কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

আজ কাকভোরে কম্পন অনুভূত হল সিকিমেও। জানা গিয়েছে, আজ ভোর ৪টে ১৫ নাগাদ আচমকাই কেঁপে ওঠে এই পাহাড়ি রাজ্য ও সংলগ্ন অঞ্চল। কম্পনের উৎসস্থল গ্যাংটকের  ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। যখন ভূমিকম্প হয় তখন অধিকাংশ মানুষ ঘুমোচ্ছিলেন। এক সপ্তাহ আগে এমনই এক ভোরবেলায় তছনছ হয়ে গিয়েছিল তুরস্ক ও সিরিয়া। ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে এই দুই দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩৪ হাজার পার করেছে। তাই আজ সিকিমের ভূমিকম্পেও স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন  স্থানীয় বাসিন্দারা। ভোরবেলা ঘুম চোখ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে। তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩ থাকায় ক্ষয়ক্ষতি কিছু হয়নি। এখনও অবধি কারও জখম হওয়ার খবর নেই। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয়ের কোলে অবস্থিত এলাকাগুলি এখন খুবই ভূমিকম্পপ্রবণ। ভূপৃষ্টের নীচের প্লেটগুলিতে সামান্যতম উথালপাথালও ভয়াবহ ভূমিকম্পের জন্ম দিতে পারে।